Home » এতিমখানার শিশুদের সাথে ইয়াকুবপুর প্রবাসী ফোরামের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এতিমখানার শিশুদের সাথে ইয়াকুবপুর প্রবাসী ফোরামের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

by আজকের সময়

দাগনভূঞা প্রতিনিধি, আজকের সময় :

সরকার অনুমোদিত স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন দাগনভূঞা উপজেলার দুধমুখা ইয়াকুবপুর প্রবাসী ফোরামের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা রবিবার বিকেলে অনুষ্ঠিত হয়। ফোরামের সভাপতি শহীদ উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা সদস্য বেলায়েত হোসেন দুলু, উদ্যোক্তা সমন্বয়ক এনামুল কবির রুবেল।

উত্তর চন্ডিপুর মাস্টারপাড়া হোসেন আহাম্মদ ইসলামিয়া হাফেজীয়া নূরানী মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান সমন্বয়ক নুরুল হুদা হুদন, সমন্বয়ক আফসার আজিম, ইমরান চৌধুরী, শেখ রাসেল, মোশাররফ হোসেন রিবন ও সাধারণ সম্পাদক একরামুল হকের সার্বিক তত্ত্বাবধানে ক্যান্সার আক্রান্ত রোগীকে ৫০ হাজার টাকা আর্থিক অনুদান, ৩৫ জন হাফেজ শিক্ষার্থীকে অর্থ উপহার, প্রবাসী সংবর্ধনা ও এতিমখানায় খাদ্য সামগ্রী উপহার প্রদান করা হয়।

দেশীয় সমন্বয়ক সাজেদুল ইসলাম কমলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা নুরনবী, দুধমুখা প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক কামাল উদ্দিন, মাদ্রাসার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মতিন, কোষাধ্যক্ষ আবদুল্লাহ আল মারুফ, প্রবাসী মোস্তাফিজুর রহমান রিয়াদ, কোরবান আলী, দেশীয় সমন্বয়ক শাহজাহান সাজু, ইস্কান্দার শাহজাদা বাবু, সাইফ উদ্দিন, বেলাল হোসেন, শেখ জাহিদ, বরইয়া আদর্শ একাডেমীর প্রধান কামরুল ইসলাম রিজভী, মো: হানিফ, সামছুল হুদা উদয়, শেখ ফরিদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার সুপার হাফেজ আবুল বাশার। শেষে অতিথিবৃন্দ এতিমখানা শিক্ষার্থীদের সাথে কেক কেটে শুভেচ্ছা বিনিময় করেন।

আরো খবর