Home » উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখছে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট

উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখছে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট

by আজকের সময়

এম শরীফ ভূঞা, আজকের সময়  :

যুবশক্তির বহুমুখি ও সুপ্তগুণাবলী এবং সম্ভাবনাকে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির জন্য শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে অবদান রাখছে। এরইমধ্যে অনেক যুবক ও যুবনারী এই প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিয়ে বেকারমুক্ত হয়েছেন। স্ব-কর্মসংস্থানের মাধ্যমে আয়বর্ধক কাজে নিজেরা আত্ননিয়োগ করেছেন। শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনিস্টিউট ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যাচ্ছে।

প্রশিক্ষণ কর্মসূচীর মাধ্যমে মানব সম্পদের উন্নয়ন, বিশেষ করে যুবদের মানবীয় গুণাবলী, দক্ষতা এবং মানসিক উৎকর্ষতার বিকাশ ঘটানোর লক্ষ্যে কাজ করছে একদল দক্ষ কর্মকর্তাগণ।

যুবদের মানব সম্পদে পরিনত করার লক্ষ্যে যুব সংগঠনের সদস্যদের উদ্বুদ্ধকরণ, সচেতন, কর্মউদ্যোগী, নেতৃত্বের বিকাশ, উদ্ভাবনী ক্ষমতার সঠিক প্রয়োগ, আত্মকর্মী ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন মেয়াদী প্রশিক্ষণ প্রদান করা হয়।

ঢাকা বিভাগের ঢাকা জেলার অন্তর্গত সাভার উপজেলাধীন আশুলিয়া থানার পাথালিয়া ইউনিয়নে ঢাকা আরিচা মহাসড়কের ডেইরী ফার্ম গেইট (কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামার) সংলগ্ন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ১ নং গেইটের বিপরীতে প্রতিষ্ঠানটির অবস্থান।

জানা যায়, শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্র ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন কেন্দ্রকে ইনস্টিটিউট করার সিদ্ধান্ত নেওয়া হয় ও এলক্ষ্যে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট-২০১৭ আইনের খসড়ার অনুমোদন দেয় মন্ত্রিপরিষদ। কেন্দ্রটি একটি নির্বাহী পরিষদ দ্বারা পরিচালিত হয়। এটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদফতরের আওতাধীন।

শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক আবু তাহের মো: মাসুদ রানা জানান, যুব বিষয়ক বিভিন্ন ধারাবাহিক প্রকাশনা ও গবেষণার কার্যক্রম হাতে নেয়া হয়েছে। ইনস্টিটিউটটি বাংলাদেশের যুব বিষয়ক একটি আন্তর্জাতিকমানের যুগোপযোগী প্রতিষ্ঠানে পরিণত হয়ে বাংলাদেশের জন্য গৌরবের একটি প্রতিষ্ঠানে পরিনত হবে।

আরো খবর