Home » উচ্চশিক্ষা অর্জনে দাগনভূঞার নিলয়ের লন্ডন গমন

উচ্চশিক্ষা অর্জনে দাগনভূঞার নিলয়ের লন্ডন গমন

by aadmin

আজকের সময় প্রতিবেদক :

নেয়ামুল হুদা (নিলয়) উচ্চশিক্ষার জন্য লন্ডনের উদ্যেশ্যে রওনা করেছে। লন্ডন পৌঁছালে ইয়াকুবপুর প্রবাসী ফোরামের প্রতিষ্ঠাতা এনামুল কবির রুবেল ও তার বন্ধু আত্মীয় স্বজনরা তাকে স্বাগত জানান।
সে দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর প্রবাসী ফোরামের প্রধান সমন্বয়ক বরইয়া বড় বাড়ির নুরুল হুদা হুদনের মেঝো ছেলে।
সে যেনো সফলভাবে তার শিক্ষা জীবন সমাপ্ত করতে পারে এজন্য সকলের নিকট তার পরিবার দোয়া কামনা করেছেন।